ঢাকাবৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৪ মাসের কারাদন্ড

তানজিল হাসান সাগর,বানিয়াচং
জানুয়ারি ২০, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালন করে রিপন মিয়া (২৮) নামে এক যুবক কে ৪ মাসের কারাদন্ড প্রদান করেছেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আর জামান উর্মি। অনাদায়ে কারাদন্ডের মেয়াদ অথবা উভয় প্রকার উল্লেখ পূর্বক ৪শ টাকা জরিমানা ও করা হয়েছে।

বৃহস্পতিবার (২০জানুয়ারি) বিকেল ৫টায় এ রায় প্রদান করেন তিনি। দন্ডপ্রাপ্ত রিপন মিয়া বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লার ছইব উল্লাহর পুত্র।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের সামনে টহল পুলিশের এক সদস্যকে সালাম দিয়ে কেমন আছেন জিজ্ঞাস করে রিপন মিয়া। একপর্যায়ে রিপনের আচরণ সন্দেহভাজন হলে টহলরত পুলিশ সদস্য এসআই মনির,কনস্টেবল রিপন ও আমজাদ তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩ পিস ইয়াবা,১টা চাকু,গাঁজা ও ২ প্যাকেট কনডম ও যৌন উত্তেজক এক বোতল সিরাপ উদ্ধার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আর জামান উর্মি আটক রিপন মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(১) এর ধারায় দন্ডবিধি আইনে ৪ মাসের জেল ও ৪ শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন বানিয়াচং থানা পুলিশের এসআই মনিরের নেতৃত্বে একদল পুলিশ।

Developed By The IT-Zone