বানিয়াচং উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বৃহস্পতিবার (২৩ জুন) তিনি উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা প্রত্যন্ত অঞ্চল মুরাদপুর ইউনিয়নে তিনি ত্রাণ বিতরণ করেন।
বানিয়াচং উপজেলা পরিষদের সিএ ফয়জুর রহমান রুবেল জানান, ওই ইউনিয়নের মুরাদপুর এসই এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, রহমতপুর এফআইভিডিপির স্কুল, মর্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয় শিবির এবং দিগলবাগসহ বিভিন্ন গ্রামের ২৫০ টি পরিবারের মাঝে জেলা প্রশাসক ত্রাণ বিতরণ করেন তিনি ।
এসময় জেলা প্রশাসকের কাছে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,ইউএনও পদ্মাসন সিংহ,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, এসিল্যান্ড ইফফাত আরা জামান উর্মি, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ,মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান প্রমুখ।
ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারের মধ্যে ১ কেজি পিঁয়াজ, ২ লিটার তেল, বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই, লবণ, মুড়ি, চিড়া, গুড় ইত্যাদি বিতরণ করা হয়।