বানিয়াচংয়ের কৃতিসন্তান শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসানের ১১১ তম জন্মদিন ছিলো বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী)। তাঁর জন্মস্থান বানিয়াচংয়ে নিভৃতেই কেটেছে দেশ ও জাতির জন্য জীবন দেয়া এই বুদ্ধিজীবীর জন্মদিন।
১৯৭৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হবিগঞ্জ-বানিয়াচং সড়কের নামকরণ এই শহীদ বুদ্ধিজীবীর নামে করলেও বর্তমানে সড়কটির কোথাও তাঁর নাম লেখা ফলক নেই।
বিষয়টি ২০২০ সালে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের নজরে আনা হলে তৎকালীন ইউএনও মাসুদ রানা সড়কের দুইপ্রান্তে পাকা নামফলক পুনরায় স্থাপনের ঘোষণা দেন। পরবর্তীতে তিনি পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ চলে গেলে ঘোষণা বাস্তবায়ন হয়নি।
শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসান ছিলেন একজন বামপন্থী নেতা, প্রগতিশীল আন্দোলনের নেতা, একজন অসাম্প্রদায়িক চেতনার লোক ও একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
১৯১২ সালের ২ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গ্রামের কামালখানী গ্রামের হাসান মঞ্জিলে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম খান বাহাদুর রফিকুল হাসান।
সায়ীদুল হাসান সিলেট থেকে মেট্রিক পাশ করেন। কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আইএ পাশ করেন। কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রী অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন।
১৯৪৬ সালের ১৬ আগষ্ট কলকাতার ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় জীবনের ঝুঁকি নিয়ে তিনি মানুষকে বাঁচিয়েছেন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিশেষ অনুরোধে সায়ীদুল হাসান লন্ডন ও শ্রীলংকার হাইকমিশনে ট্রেড কমিশনার পদে চাকুরী করেন।
শ্রীলংকায় থাকাকালীন পুর্ব পাকিস্তানের দুর্ভিক্ষের খবর সংবাদে দেখে চাকুরী ছেড়ে দেন। ১৯৫৮ সালে ভাসানী ন্যাপে যোগদান করেন। ন্যাপের রাজনীতিতে মওলানার ভাসানীর একনিষ্ট সহচর হিসেবে কাজ করেন।
১৯৬৪ সালে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে তিনি বলিষ্ট ভুমিকা পালন করেন। ১৯৬৬ সালে ভাসানী ন্যাপ’র কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হন। তিনি ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
তাঁর স্ত্রী ফরিদা হাসানও ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ফরিদা হাসান ছায়ানটের সাথে জড়িত ছিলেন। তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যও ছিলেন।
শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসানের একমাত্র কন্যা শারমিন হাসান এবং একমাত্র পুত্র আন্দালিব হাসানও সংস্কৃতিমনা মানুষ। কন্যা শারমিন হাসান একজন বিশিষ্ট নৃত্যশিল্পী ও শিল্পোদ্যোক্তা।
সায়ীদুল হাসানের বন্ধু ছিলেন সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল চৌধুরী। নির্মল চৌধুরী সিলেটের একটি চা বাগানের মালিক ছিলেন। জামাল উদ্দিন নামে এক বিহারী লোক নির্মল চৌধুরীর ঘোর শত্রু ছিলেন।
১৯৭১ সালে ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে নির্মল চৌধুরী দু’টি নাবালিকা কন্যাসহ ঢাকায় সায়ীদুল হাসানের বাসায় আশ্রয় নেন। চা বাগানের অবাঙালী কর্মচারীরা নির্মল চৌধুরীকে অনুসরণ করতে থাকেন। নির্মল চৌধুরীকে বিহারীরা ধরে নিয়ে যায়।
১৯৭১ সালের ১৮ মে একটি মিথ্যা আশ্বাসের প্রেক্ষিতে সায়ীদুল হাসান তাঁর বন্ধু নির্মল চৌধুরীকে উদ্ধারের জন্য ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে (শেরাটন হোটেল) যান। সেই যে গেলেন সায়ীদুল হাসান আর বাসায় ফিরলেন না!
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে ভারতীয় এক জেনারেলের সহযোগীতায় সায়ীদুল হাসানের স্ত্রী ফরিদা হাসান পাকিস্তানের লেঃ জেনারেল নিয়াজীর সাথে ঢাকা সেনানিবাসে দেখা করেন।
জেনারেল নিয়াজী ফরিদা হাসানকে বললেন, পাকিস্তানের আইএসআই-এর দায়িত্বপ্রাপ্ত কর্নেল মাকসুদ ঢাকা লালমাটিয়া ফিজিক্যাল ট্রেনিং কলেজে নির্মল চৌধুরী, আরপি সাহার সাথে সায়ীদুল হাসানকে হত্যা করা হয়েছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবহিতৈষী, রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন বুদ্ধিজীবী পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে খুন হয়ে গেলেন। বাংলাদেশ হারালো একজন বুদ্ধিজীবীকে।
দুঃখের বিষয় হলো স্বাধীনতার ৫১ বছর অতিক্রান্ত হলেও এই শহীদ বুদ্ধিজীবীকে রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত মূল্যায়ন করা হচ্ছে না! স্থানীয় প্রশাসনের উদ্যোগে কিংবা স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে তাঁর জন্মদিন ও নিখোঁজ হওয়ার দিনটিকে পালন করা হয়না।
১৯৭৮ সালে তাঁর স্ত্রী’র চেষ্টায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কের নামকরণ শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসানের নামে করা হলেও বর্তমানে সড়কের কোথাও তাঁর নামে নামফলক নেই।
শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসানের আপন ভাতিজা ব্র্যাক’র প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদ জীবিত থাকাকালে বানিয়াচং উপজেলা সদরের কামালখানী গ্রামে শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসানের নামে একটি গণপাঠাগার করার ইচ্ছে প্রকাশ করলে ব্র্যাক সেখানে গণপাঠাগার নির্মাণ করে।
এই পাঠাগার পরিচালনা কমিটির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসানের জন্মদিন এবং নিখোঁজ হওয়ার দিনটি বানিয়াচঙ্গবাসীকে নিয়ে পালন করা হয়না।