বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামে কৃষক আকবর হোসেন চৌধুরী হত্যা মামলার আসামি জেলা কৃষকলীগের সহসভাপতি শফিকুল ইসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বানিয়াচং আমল আদালত/৪ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফখরুল আলম।
মঙ্গলবার (৩১জানুয়ারি) দুপুরে এই মামলায় জামিন চাইতে গেলে আদালত আসামীর জামিন নামঞ্জুর করে কারগারে পাঠানোর আদেশ দিয়েছেন তিনি। আসামি শফিকুল ইসলাম চৌধুরী মকা গ্রামের মৃত আব্দুল আলিম চৌধুরীর পুত্র।
সুত্র জানায়,গত ২০১৮ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখ সন্ধ্যা ৭টা থেকে পরের দিন বিকাল ৫টার মধ্যে লম্বা বিলের কাছে কৃষক আকবর হোসেন চৌধুরীকে কে বা কারা হত্যা করে।
এ ঘটনায় নিহত আকবর হোসেন চৌধুরীর স্ত্রী পারভীন খানম বাদী হয়ে ২০১৮ সালের ১০ ডিসেম্বর অজ্ঞাতদের আসামি করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩৩২/১৮-বানি।
এই মামলায় তদন্তভার দেয়া হয় বানিয়াচং থানার এসআই (নিরস্ত্র) ফারুক আহমেদকে। তদন্তচলাকালীন সময়ে ফারুক আহমেদ বানিয়াচং থানা থেকে বদলি হয়ে অন্যত্র চলে যান। ফলে আর মামলার তদন্ত কাজ শেষ করতে পারেননি তিনি।
পরবর্তীতে এই মামলা তদন্তের ভার হবিগঞ্জের পিবিআইকে দেয়া হয়। হবিগঞ্জে কর্মরত পিবিআই’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মাঈনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মৃনাল দেবনাথ দীর্ঘ তদন্ত কাজ শেষ করে আইনজীবি শফিকুল ইসলাম চৌধুরীকে ১ নাম্বার হুকুমদায়ী আসামি হিসেবে উল্লেখ ৯জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
মঙ্গলবাবর এই মামলায় আদালতে জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে আসামি শফিকুল ইসলাম চৌধুরীকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। মামলার অন্যান্য অপরাপর আসামিরা হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
এই বিষয়ে বিস্তারিত জানতে আসামি পক্ষের আইনজীবি অ্যাডভেকেট ফরহাদ এলাহী সেতু জানান,নিহত আকবর হোসেন চৌধুরী আর শফিকুল ইসলাম চৌধুরী দুইজনে কিন্তু আপন চাচাতো ভাই।
হত্যাকান্ডের সময় শফিকুল ইসলাম ঘটনাস্থলে ছিলেন না। তিনি ছিলেন ঢাকায়। হত্যাকান্ডের ঘটনাটি নিহতের স্ত্রী পারভীন খানম মোবাইল ফোনের মাধ্যমে শফিকুল ইসলামকে জানায়।
সাথে সাথে শফিকুল ইসলাম তার ব্যবহৃত মোবাইল নাম্বারের মাধ্যমে বিষয়টি বানিয়াচং থানাকে অবগত করেন। আর মামলার বাদীনিও কিন্তু তার আবেদনে আসামি হিসেবে তার নাম উল্লেখ করে নাই।
পিবিআই ৩য় পক্ষের দ্বারা বশিভুত হয়ে হুকুমদায়ী আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে। আমরা ন্যায় বিচার ও জামিন পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হবো।