ঢাকাবুধবার , ৯ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮ শিক্ষকের যোগদান

তানজিল হাসান সাগর,বানিয়াচং
মার্চ ৯, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এল আর সরকারি উচ্চবিদ্যালয়ে সদ্য যোগদানকৃত ৮জন শিক্ষককে বরণ করলো বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ১২টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবাগত শিক্ষকদের বরণ করে নেয়া হয় ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ বায়জিদ হোসেন এর সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি কান্তি চ্যাটাজী কাজল, বানিয়াচং মডেল প্রেসক্লাব সেক্রেটারী শিব্বির আহমদ আরজু ও কোষাধ্যক্ষ মোঃ আব্দাল মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, এদত অঞ্চলের প্রাচীন বিদ্যাপীট হচ্ছে এল আর সরকারি উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে লেখাপড়া করে সরকারের উচ্চ পর্যায়ে চাকুরী করেছেন এবং এমপি, মন্ত্রী হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে যারা শিক্ষকগণ যোগদান করেছেন তারা যেন অন্ত ২/৩ বছর থাকেন এবং গতানুগতিক পাঠদান থেকে বের হয়ে গবেষণাধর্মী পাঠদান করার জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি এ বিদ্যালয়ে বাংলা ৩জন, গণিত ২জন, জীববিজ্ঞান ২জন ও ভূগোল ও পরিবেশ ১জনসহ মোট ৮জন শিক্ষক যোগদান করেন। বর্তমানে ২৭জন শিক্ষকের স্থলে ১৪জন শিক্ষক পাঠদান দিচ্ছেন।

Developed By The IT-Zone