আগামী ১৫ জুন বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল প্রার্থীরা উপস্থিত থেকে তাদের সমস্যা তুলে ধরে সুষ্ঠু নির্বাচনের দাবী জানান। এসময় কর্মকর্তারা নিরাপত্তা দেয়াসহ সুষ্ঠ নির্বাচনের আশ্বাস প্রদান করেন নির্বাচনে প্রতিদ্বন্ধ্বী সকল প্রার্থীদের।
মঙ্গলবার (৭জুন) বেলা ১১টায় বানিয়াচং থানা পুলিশের আয়োজনে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয় পরিষদ হলরুমে এই বিশেষ আইনশৃঙখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান প্রার্থী রেখাছ মিয়া (নৌাক),স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন(মো্টারসাইকেল) মোয়াজ্জেম হোসেন (আনারস) ইত্তেহাদ মুবিন (ঘোড়) ছাড়াও সকল প্রতিদ্বন্দ্বী মেম্বার ও মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন।
প্রার্থীরা সুষ্ঠ নির্বাচন ও প্রচার-প্রচারনা চালানোর জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেন তারা । সকল প্রার্থীদের অভিযোগ শুনে প্রশাসনের কর্মকর্তারা নির্ভয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করে তাদের সকল ধরনের নিরাপত্তা প্রদানের প্রতিশ্রতি দেন।