ঢাকাবৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

তানজিল হাসান সাগর,বানিয়াচং
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচংয়ে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারি) বেলা ১ঘটিকার সময় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধূরী।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ শামিমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন প্রমুখ ।

এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, কৃষি অফিসার মোঃ এনামুল হক, এস আই উমর ফারুক, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শহীদ দিবস পালন ও শহীদ মিনার সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় ।

Developed By The IT-Zone