ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে করোনার আতঙ্কের মধ্যেও বসছে জুয়ার আসর

দৈনিক আমার হবিগঞ্জ
এপ্রিল ১৪, ২০২০ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

হৃদয় হাসান শিশির, বানিয়াচং প্রতিনিধি  :    দেশ যখন করোনার আতঙ্কে স্তব্ধ হয়ে গেছে, কিন্তু আতঙ্কের মধ্যে ও বানিয়াচং বসছে জুয়ার আসর। বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেন পাড়া গ্রামের বাশ বাগানে প্রতিদিনই জমে জুয়ার আসর। এমনটাই জানিয়েছেন স্হানীয় জনসাধারন।তারা জানান, প্রতিদিন বিকাল বেলা এই জুয়ার আসর বসে। কিন্তু তাদের বিরুদ্দে নেয়া হয় না কোনো প্রশাসনিক ব্যবস্থা। এদের কাছ থেকে তাদের নাম ঠিকানা জানতে চাইলে, তারা ভয়ে জুয়াড়িদের নাম প্রকাশ করতে অনিচ্ছুক বলে জানান।

ছবি : বানিয়াচংয়ে আমিরখানী মহল্লার সেনপাড়ার একটি বাঁশ বাগানের মধ্যে চলছে অবাধে জুয়া খেলা।

এ বিষয়ে স্হানীয় এক মুরুব্বি নাম প্রকাশ না করার শর্তে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,জুয়াড়িদের প্রায়দিনই সেখানে জুয়া না খেলতে নিষেধ করেন। কিন্তু কে শুনে কার কথা। বরং তাদের উল্টো হুমকি দেয় বলে জানানা তিনি। স্থানীয়রা জানান, প্রশাসন এখানে অভিযান চালালে জুয়াড়িদের হাতেনাতে আটক করা যাবে। তাই দ্রুত এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

Developed By The IT-Zone