হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেন, বানিয়াচংয়ে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ায় উপজেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ । বলেছিলাম নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে সেটা রক্ষা করেছি।
তিনি আরো বলেন,নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের স্মরণ রাখতে হবে আপনারা হচ্ছেন সরকারের প্রতিনিধি। আপনাদের মাধ্যমেই অসহায় মানুষের দরিদ্রতা লাঘবে বিভিন্ন প্রকল্প এবং উন্নয়ন কাজ করে থাকে সরকার। এ ক্ষেত্রে কোন কাজে অনিয়ম বা গড়িমসি করা যাবে না।
বানিয়াচংয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ।
রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, ২নং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ১৩ নং মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, ১১নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া, ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন ও উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি কান্তি চ্যাটার্জি কাজল।
উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালকুদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, ১নং উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ আরফান উদ্দিন, ৪নং ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, ৫নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাশ, ৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ৭নং ইউপি চেয়ারম্যান ফরিদ মিয়া, ৮নং খাগাউড়া ইউপি চেয়ারম্যান মাসউদ কুরাইশী মক্কী, ৯নং পুকড়া ইউপি চেয়ারম্যান হাফেজ মোঃ শামরুল ইসলাম, ১০নং মুবিদপুর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী জয় কুমার দাস, ১২নং সুজাতপুর ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান, ১৪নং মুরাদপুর চেয়ারম্যান শেখ মোঃ মিজানুর রহমান, ১৫নং পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া প্রমুখ।