ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চুনারুঘাটে দেওরগাছ ইউনিয়ন আ: লীগের বৃক্ষরোপন

অনলাইন এডিটর
আগস্ট ২৬, ২০২০ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামীলীগের বৃক্ষরোপন।

 

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৩ নং দেওরগাছ ইউনিয়নে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে মহরম আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সাবেক পিপি ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের। ৩ নং দেওরগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ দেব এর সঞ্চালনায় এই বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পুরো আগস্ট মাস শোকের মাস হিসাবে পালন করে দলটির অঙ্গ সহযোগী সংগঠন। এই আগস্ট মাসের ১৫ তারিখে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল কে অন্ধকারের রাতে আকস্মিকভাবে দেশদ্রোহী বিশ্বাসঘাতকরা নির্মম ভাবে হত্যা করে। সেই থেকেই জাতির অবিস্মরণীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্বরনে দলটির নেতা কর্মী শ্রদ্ধার সাথে স্বরন করে সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।

চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের নির্দেশনা মোতাবেক আজ ৩ নং দেওরগাছ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচি ও শোকসভা পালন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজল দা, ওয়াহেদ আলী মাষ্টার ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন।

উল্লেখ্য, সকলেই আল্লাহর রহমতে বেঁচে যাওয়া বাংলাদেশের সফল মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করেন।

Developed By The IT-Zone