ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু ছিলেন একজন আলোকিত ও আদর্শিত মানুষ : মোতাচ্ছিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
মার্চ ১৮, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আলোচনা সভা করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। শনিবার (১৮মার্চ) বেলা ১২টায় দিকে শহরের শায়েস্তানগরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মোতাচ্ছিরুল ইসলাম উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী এবং জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্নরুপে বিকশিত হতে পারছি।

বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন-বঙ্গবন্ধু ছিলেন একজন আলোকিত ও আদর্শিত মানুষ।

বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার জন্যই শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলো। অনেক ত্যাগ তিতীক্ষা ও জীবনের বিনিময়ে তিনি এই দেশকে মুক্ত করেছিলেন। তিনি সবসময় ন্যায়পরায়ন ছিলেন।

বঙ্গবন্ধু সত্য ও ন্যায়সঙ্গত সিদ্ধান্তে সবসময় অটল থাকতেন। সারাজীবন এ দেশের মাটি ও মানুষের অধিকার আদায় ও কল্যাণের জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪টি বছর পাকিস্তানি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দি থেকেছেন।

বহু বার ফাঁসির মঞ্চে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকার আদায়ের প্রশ্নে কখনো মাথা নত করেননি বাংলার এই মৃত্যুঞ্জয়ী নেতা। আলোচনা সভায় যুবলীগের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Developed By The IT-Zone