দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে।
বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। প্রতিদিন জ্ঞান-বিজ্ঞানে নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে। আর এই পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাওয়াতে না পারলে আমাদের গ্র্যাজুয়েটরা প্রতিযোগিতায় টিকতে পারবে না।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান শিক্ষানুরাগী ড. তৌফিক রহমান চৌধুরীসহ সকলেই গ্র্যাজুয়েট ও তাদের অভিভাবকদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন।
সেজন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটি কোর্স কারিক্যুলামের বাইরে বিভিন্ন ধরনের কর্মশালা ও প্রশিক্ষনের আয়োজন করছে। এতে শিক্ষক-শিক্ষার্থী উভয়েই তাদের অর্জিত জ্ঞানকে হালনাগাদ করতে পারছেন।
জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অলিম্পিয়াডে আমাদের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। আমরাও নিয়মিতভাবে বিভিন্ন অলিম্পিয়াড আয়োজন করে থাকি। ফলে আমাদের গ্র্যাজুয়েটরা গুগল, আমাজন, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জসহ বিশ্বের সুনামধন্য প্রতিষ্ঠানে চাকুরী করছেন।
মঙ্গলবার ১৭ জানুয়ারী সকাল ১১ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির কনফারেন্স হলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগ ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ইউমেন ডেভেলপমেন্ট বিডি (ইনক) আয়োজিত কুইকবুকস একাউন্টিং সফটওয়ার ব্যবহারের উপর প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এ কথা বলেন।
ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান এসোসিয়েট প্রফেসর মোঃ মাসুদ রানার সভাপতিত্বে ও লেকচারার উম্মে সায়মার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা, কী রিসোর্স পার্সন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ইউমেন ডেভেলপমেন্ট বিডি (ইনক) চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠান গ্যাস ইট আপ এর ভাইস প্রেসিডেন্ট ফাইনান্স মনজুর চৌধুরী। আলোচনার শুরুতে কী রিসোর্স পার্সন মনজুর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
তিন দিন ব্যাপী ২০ ঘন্টার এই আন্তর্জাতিকমানের প্রশিক্ষন কর্মশালায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করছেন।