স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের উমেদনগরে টমটম স্ট্যান্ডের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্র্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের আহতের মামলায় আরও দুই যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে গতকাল বুধবার (২৪ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানের নির্বাচনী অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ পৌরসভার উমেদনগর আলগাবাড়ি এলাকার হুসেন মিয়ার পুত্র হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আল হাসান (২৮) ও জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য উজ্জল রায় কাঞ্চন (২৭)।এছাড়াও গতরাতে উমেদনগরের যুবলীগ নেতা দেলোয়ার,১নং ওযার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ,মালেক হান্নানসহ আরো বেশ কয়েকজনকে পুলিশে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, আগামী ২৮ ফেব্রুয়ারী হবিগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানের নির্বাচনী প্রচারণা অফিস থেকে তাদের গ্রেফতার করায় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানকে কর্মী শূন্য এবং ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে তাদের গ্রেফতার করেছে পুলিশ। আর এ কর্মকান্ডের অন্তরালে রয়েছেন ক্ষমতাসীন দলের প্রতিদ্ব›িদ্ব প্রার্থী। মূলতঃ তাদের ইন্দনে নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানের প্রধান দুই কর্মীকে নাটকীয়ভাবে গ্রেফতার করে ঘটনার দীর্ঘদিন পর কথিত মামলায় জড়িয়েছে পুলিশ।

ছবি : মেয়র প্রার্থী মিজানের পাশা থাকা এই দুই কর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ
মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান জানান, জেলার অন্যান্য উপজেলার মতো হবিগঞ্জেও বিএনপির প্রার্থী বহাল তবিয়তে আছেন। তবে আজ দেখা যাচ্ছে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার সকল নেতাকর্মীদের ধর-পাকড়ও চলছে। আমার দুজন কর্মী শাওন আল হাসান এবং উজ্জল রায় কাঞ্চন কে আমার নির্বাচনী প্রচারণা অফিস থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। এগুলো কিসের আলামত। আমি মনে করি গণতান্ত্রিক দেশে এগুলো শোভনীয় নয়। এর পেছনে ক্ষমতাসীন দলের এমপি আবু জাহির এবং তার ভাগ্নে আতাউর রহমান সেলিমের হাত রয়েছে।
পুলিশের ভূমিকা এখানে নিরপেক্ষ থাকার কথা ছিলো, তবে এখানে তা ঘটেনি। উমেদনগরে পুলিশ এসল্ট মামলায় তারা জড়িত থাকার প্রশ্নই উঠে না। কারণ উজ্জল রায় কাঞ্চনের বাড়ি ৪নং ওয়ার্ডে, অপর দিকে শাওন আল হাসান একজন ভাল এবং ভদ্র ছেলে। তারা যদি ঘটনার সাথে জড়ি থাকতো তাহলে মামলা দায়ের করার সময় তাদের এজাহারে নাম অন্তভর্‚ক্ত করা হতো।
হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, গত ২৪ নভেম্বর হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার খোয়াইমুখ টমটম স্ট্যান্ড দখল নিয়ে পৌর এলাকার উমেদনগর আলগাবাড়ি বনাম পূর্ব এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে দুর্বৃত্তদের হামলায় কিছু পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। তাদের এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার খোয়াইমুখ টমটম স্ট্যান্ড দখল নিয়ে পৌর এলাকার উমেদনগর আলগাবাড়ি বনাম পূর্ব এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি এসল্ট মামলা দায়ের করে। পরে উভয়পক্ষের সংঘর্ষের ঘটনায় শেখ আব্দুর রশিদ নামে এক লোক সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।