ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক কারণে দেশে ফিরছেন মোসাদ্দেক

অনলাইন এডিটর
নভেম্বর ১১, ২০১৯ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পারিবারিক কারণে তরুণ এই অফ স্পিনিং অলরাউন্ডার সোমবার দেশে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছে বিসিবি। মোসাদ্দেক কবে নাগাদ ভারতে ফিরবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

টি-টোয়েন্টি সিরিজ শেষে সোমবার দুপুরে আট খেলোয়াড় নাগপুর থেকে দিল্লি যাওয়ার কথা। সেখান থেকে রাত সোয়া নয়টা নাগাদ পৌঁছাতে পারেন ঢাকায়। জরুরি প্রয়োজনে তাদের সঙ্গেই দেশে ফিরবেন মোসাদ্দেক।

বাকি ১৪ খেলোয়াড় দুপুরে নাগপুর থেকে যাবেন ইন্দোরে। সেখানে আগামী বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট। কলকাতার ইডেন গার্ডেন্সে ২২ নভেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Developed By The IT-Zone