ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নিজে না খেয়ে অসহায় এক মা কে খাবার তুলে দিল পুলিশ

দৈনিক আমার হবিগঞ্জ
মার্চ ২৪, ২০২০ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

কাকলি আক্তার,হবিগঞ্জ প্রতিনিধি :   মায়ের মতো অসহায় দরিদ্র দিনে এক বেলা খাবার না পাওয়া মহিলাটির পাশে দাঁড়ালেন এক পুলিশ কনস্টেবল। তার নাম শাহরিয়ার আলম । সোমবার (২৩মার্চ) এমন দৃষ্টান্ত দেখা গিয়েছে হবিগঞ্জ ফায়ার সার্ভিস রোডে । পুলিশ কনস্টেবল শাহরিয়ার দুপুরের খাবার খাওয়ার জন্য নিজের খাবার কিনে নিয়ে যাচ্ছিলেন।

কিন্তু যাওয়ার পথে এই মায়ের মতো অসহায় মানুষটিকে খাবার না পেয়ে ময়লা খেতে দেখতে পান, তখনই তার হাতের খাবারটুকু এই মহিলাটির হাতে তুলে দেন এই পুলিশ সদস্য শাহরিয়ার আলম। মানবতা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এই পুলিশ সদস্য। মানবতা বেঁচে থাক।

Developed By The IT-Zone