ঢাকাশুক্রবার , ২৬ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়ে গেলো “ইমিগ্রেশন সেমিনার

বিশেষ প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির ব্যবসা এবং অর্থনৈতিক কর্মকান্ড ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। অথচ কমিউনিটির এই ক্রমাগত স্রোতের সাথে তাল মিলিয়ে গুণ গত ভাবে সেবার মান সর্বক্ষেত্রে সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। সেবা প্রার্থীগন সঠিক তথ্য ও তথ্য প্রয়োগের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না।

সঠিক তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে গত ১৩ আগষ্ট নিউইয়র্ক এর জ্যাকসন হাইটস এর কাবাব কিং এ বাংলাদেশ আমেরিকান বার এসোসিয়েশন (বাবা) কর্তৃক আয়োজিত হয় ” বিজনেস ইমিগ্রেশন সেমিনার ‘২২’ – রাজু ল, এ.এইচ.ল ফার্ম এবং আই- কন্সালটেন্সি এর যৌথ সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয় ।

সেমিনারে বক্তব্য রাখেন রাজু ল’ এর কর্ণধার এর্টনী রাজু মাহাজন এবং “আই-কনসালটেন্সি” এর পরিচালক সারোয়ার হোসেইন ও উপদেষ্টা মোঃ জাহিদ হোসেইন।

সেমিনারের সূচনা করেন সারোয়ার হোসেইন। তিনি সেমিনারটির লক্ষ্য হিসাবে জানান, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে; এই ক্রমবর্ধমান কমিউনিটিতে পেশাদার অভিবাসন উপদেষ্টা, পরামর্শদাতা, সংস্থা-অফিস বা ব্যক্তির সংখ্যা সেই তুলনায় নিতান্তই কম।

যার দরুন কমিউনিটিতে আসা নতুন সদস্যরা অনেক সময়ে পেশাদার নন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে গিয়ে ভুল পরামর্শ এবং সেবার দ্বারা প্রতারিত হচ্ছেন। তাঁদের অভিবাসনের সময় যেসব সুযোগ-সুবিধা গুলো তাঁরা নিতে পারতেন সেগুলো থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন। সারোয়ার হোসেইন আরো জানান যে, যাতে কমিউনিটিতে একটি অভিজ্ঞ এবং পেশাদার অভিবাসন বিষয়ক সেবা প্রদান সংস্থা গঠন করা যায় সেই লক্ষ্যেই তারা কাজ করছেন।

অভিবাসী প্রত্যাশীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ে আ ই- কন্সালটেন্সি এর প্রধান উপদেষ্টা মোঃ জাহিদ হোসোইন আলোকপাত করেন। তিনি বলেন, আমেরিকান অভিবাসন আইন অনেক বিস্তৃত এবং এর সঠিক জ্ঞান ও প্রয়োগের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটি বিশেষ ভাবে উপকৃত হতে পারে।

ছবি : সেমিনারের আয়োজকবৃন্দ

এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেবা দানের মনোভাব, অভিজ্ঞতা, আস্থা এবং বিশ্বাস যা প্রদানের জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দক্ষ মানবসম্পদ হিসাবে বাংলাদেশী কমিউনিটি যাতে মাথা উঁচু করে দেশ ও জাতির ভাবমূর্তি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারে সে প্রত্যয় নিয়ে তারা অবিরাম কাজ করে যাচ্ছেন ।

এই সেমিনারটি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি অভিবাসন আইনের মাধ্যমে এসাইলাম, ইনভেস্টমেন্ট এবং দক্ষ কর্মী নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনার মূল বক্তা হিসেবে এর্টনী রাজু মাহাজন একটি চমৎকার তথ্যবহুল উপস্থাপনা প্রজেক্টেরের মাধ্যমে এবং তাঁর নিজের অসাধারন প্রকাশভঙ্গি দ্বারা তুলে ধরেন।

তিনি অভিবাসন প্রক্রিয়ার বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । যে বিষয়গুলোর মধ্যে “ও পি টি, এইচ ওয়ান, ই বি ওয়ান, ই বি টু, ই বি ৩, এবং ই বি ৫” ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

কমিউনিটিতে যাঁরা ব্যবসায়ী আছেন তাঁরা কিভাবে নিজেদের আত্মীয়-স্বজনসহ এই দেশে পড়তে আসা বিভিন্ন স্টুডেন্টদেরকে অভিবাসন সুবিধা পেতে সহায়তা করতে পারেন, সেই বিষয় তিনি চমৎকার আলোচনা করেন।

আয়োজকদের আলোচনা শেষে প্রশ্নত্তোর পর্ব রাখা হয়। যেখানে সেমিনারটিতে আসা প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। এবং তাঁরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলেন। তথ্যবহুল এই সেমিনারটি শতভাগ সন্তুষ্টি নিয়ে শেষ হয়।

সারোয়ার বানিয়াচঙ্গের সন্তান। সে আমেরিকাতে বিগত ৭ বছর ধরে অভিবাসন আইনজীবীদের সাথে কাজ করছে। সে বাংলাদেশে থাকতে আইনজীবী হিসেবে আইন ও সালিশ কেন্দ্রের সাথে মানবাধিকার প্রতিষ্ঠা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল।

তার প্রতিষ্ঠান আই-কন্সাল্ট্যান্সি’র সহযোগী ও উপদেষ্টা জাহিদ হোসাইন বাংলাদেশে UNDP’র সাথে যুক্ত ছিলেন। তিনিও বাংলাদেশের তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার প্রতিষ্ঠার বিষিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছেন।

তারা দুইজন তাদের নীতি ও দায়িত্ববোধ থেকে বাংলাদেশের স্কুল পর্যায়ে (আপাতত অন্তত দুইটি স্কুলে) দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের গ্লোবাল আইডিয়া প্রদান বিষয়ে শিক্ষা প্রদানের জন্য একটা প্রজেক্টে ও কাজ করার পরিকল্পনা করছেন।

Developed By The IT-Zone