অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ রাজা কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় অবস্থিত পূবালী ব্যাংক এর জেনারেটর বিষ্ফোরণে জেনারেটর রুমে আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, বুধবার(২৭অক্টোবর) ২টায় নবীগঞ্জ উপজেলার রাজা কমপ্লেক্স দ্বিতীয় তলায় পূবালী ব্যাংক এর জেনারেটর বিষ্ফোরণে আগুন লাগে । ব্যাংক কর্মকর্তারা ফায়ার সার্ভিসের নিকটস্থ স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিস এর টিম লিডার হাবিবুর রহমানের নেতৃত্বে ৪০মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ছবি : আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা
ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সাত জন সদস্য স্থানীয় লোকজনকে নিয়ে ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনা হয় । ধারণা করা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই লক্ষ টাকার মত হবে।