মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জের প্রবাসীদের অর্থায়ানে তিন গ্রাম উন্নয়ন সমিতি সংগঠনের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর,সাদুল্লাপুর, কাদিপুর গ্রামের অসহায় হতদরিদ্র পরিবারের লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ডিসেম্বর) তিন গ্রাম উন্নয়ন সমিতি সংগঠনের চেয়ারম্যান মোঃ আজির উদ্দিন চৌধুরী , জেনারেল সেক্রেটারি মোঃ শেখ আব্দুল আলি ,ক্যাশিয়ার মোঃ হাবিবুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় তরুন সমাজ সেবক বিশিষ্ট শিক্ষানুরাগী সাংবাদিক শাহ মোবাশ্বির আলীর তত্ত্বাবধানে ৫ শতাধিক লোকের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়।

ছবি : হতদরিদ্রদের মধ্যে শীতের কম্বল বিতরণ করছেন সংগঠনের সদস্যরা
বিতরণেকালে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,তাহিরপুর বাজার ব্যবাসায়ীর সাধারণ সম্পাদক শেখ দবির মিয়া,আরো উপস্থিত ছিলেন,সানুর মিয়া চৌধুরী, শাহ্ আশরাফ আলী, সৈয়দ এরশাদ আলি, সুলেমান মিয়া, মতিউর রহমান চৌধুরী,আবু তাহের সজলুসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।