অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করােনা ভাইরাসের প্রদুর্ভাব মারাত্বকভাবে বৃদ্ধি পাচ্ছ । গত ১১ দিনে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১০ জনের নমুনা সংগ্রহ করা হয় । যার মধ্যে ৪৫ জনই করােনা সনাক্ত হয়েছেন । অথচ জুন মাসে ১১০ জনের নমুনা সংগ্রহ হলে সনাক্ত হয়েছিলেন ২৩ জন । সরকারী হিসেবে এ উপজেলায় করােনায় মারা গেছে ২ জন ।
অপর দিকে বেসরকারী হিসেবে তার পরিমান হবে কয়েক গুন বেশী । এ পর্যন্ত হােম আইসােলেশনে রয়েছেন ৪৮ জন । হাসপাতালে ভর্তি আছেন ৭ জন । শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় ২ জনকে প্রেরণ করা হয়েছে সিলেট শামছুদ্দিন হাসপাতালে । করােনায় এ পর্যন্ত মােট নমুনা সংগ্রহ করা হয়েছিল ১ হাজার ৮ শত ৫৭ জনের । এরমধ্যে ২৮৮ জনের সনাক্ত হয়েছে । সুস্থ্য হয়েছে এ পর্যন্ত ২৩১ জন ।

তবে গত কয়ক দিনে দেখা যাচ্ছে মানুষের মাঝে পরীক্ষা করানাের প্রবনতা কিছুটা বৃদ্ধি পেয়েছে । ১ লা জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ১১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । এতে ৪৫ জনের দেহে করােনা পজেটিভ রিপাের্ট এসেছে । আক্রান্তের হার প্রায় ৪৬% । ইতিপূর্বে আক্রান্তদের মধ্যে রবিবারের ( ১১ জুলাই ) রিপাের্ট অনুযায়ী ১ জনও সুস্থ হননি । আক্রান্তদের ৪৮ জনই রয়েছেন হােম আইসােলেশনে । ৮ জন ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করােনা ইউনিটে । এর মধ্যে শ্বাস কষ্ট বৃদ্ধি পাওয়ায় ২ জনকে সিলেট শামছুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
এ নিয়ে উপজেলায় মােট আক্রান্ত হয়েছে ২৮৮ জন , এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩১ জন । সরকারী তথ্য মতে করােনায় এ উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে পৌর এলাকার গয়াহরি গ্রামে ১ জন , করগাঁও ইউপির মুক্তাহার গ্রামে ১ জন । বেসরকারী হিসেবে কমপক্ষে মৃত্যু হয়েছে ৭ জনের ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ চম্পক কিশাের সাহা উপরােক্ত তথ্য জানিয়েছেন । বিপুল সংখ্যক নারী পুরুষ ও যুবক – যুবতী জ্বর , সর্দি কাশিতে ভােগছেন । অনেকে ভয়ে পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন না । প্রাইভেট ডাক্তারের পরামর্শ নিলেও এরা লােকালয়ে বিচরণ করছেন । ফলে করােনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে । হয়তাে দেখা যাবে কিছুদিনের মধ্যেই বিশেষ করে শহরাঞ্চলের ঘরে ঘরে পৌঁছে যাবে করােনা । সরকার দেশে এই পরিস্থিতি মােকাবেলায় কঠোর লকডাউন ঘােষণার পর প্রশাসন তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । কিন্তু কেউই তার তােয়াক্কা করছেন না ।
করােনা যে হারে লাফিয়ে বাড়ছে , তেমনি ভাবে শহরে বাড়ছে মানুষের আনাগােনা এবং সিএনজি , রিক্সা , মিশুক ও টমটম গাড়ীর চলাচল । এদিকে কঠোর লকডাউনের মাঝে শহর , হাট ও বাজারে বাড়ছে মানুষের ভীড় । বৃদ্ধি পাচ্ছে রিক্সা , টমটম , মিশুক ও সিএনজি গাড়ীর ।
কোরবানীর ঈদকে সামনে রেখে শহরতলীর ছালামতপুরস্থ পৌর পশুর হাট এবং উপজেলার গজনাইপুর ইউপির জনতার বাজার পশুর হাটে সহস্রাধিক মানুষের উপচে পড়া ভীড় জমে । এতে করােনা সংক্রমনের আশংখ্যা বিশেষজ্ঞদের । সার্বিক দিক পর্যালােচনায় দেখা যাচ্ছে উপজেলার সর্বত্র করােনার ঝুঁকি বেড়েছে ।
গড়ে প্রতিদিন ১৫/২০ জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে । এরমধ্যে ৫/৭ জনের পজেটিভ রিপাের্ট আসছে । এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সাধারন মানুষকেও সর্তক ও সাবধানে থাকার জন্য অনুরুধ করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ । অন্যতায় করােনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারন করতে পারে । সরকারের ঘােষিত লকডাউন বাস্তবায়নে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবী জানিয়েছেন বিশেষজ্ঞরা ।