ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ জন

দৈনিক আমার হবিগঞ্জ
ফেব্রুয়ারি ২০, ২০২০ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ  বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কের রায়পুর নামক স্থানে সিএনজি অটোরিক্সা ও প্রাইভেট মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে হেলেনা বেগম (৪৫) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩জন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিক্সায় আউশকান্দির যাওয়ার উদ্যেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে উপজেলার রায়পুর গ্রামের নিকটে পৌছামাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট মাইক্রোর সাথে মুখোমুখি সংঘর্ষ বাদে। এতে ঘটনাস্থলেই দেওতৈল গ্রামের মছব্বির মিয়ার স্ত্রী হেলেনা বেগম মারাযান। এ সময় তার স্বামী মছব্বির মিয়া (৬০), জামাতা মিজানুর রহমান (২৭) ও অটোরিক্সা চালক মুহিবুর মিয়া (২৫) গুরুতর আহত হয়।

আশংকাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং নিহত ও আহতদের উদ্বার করে।

Developed By The IT-Zone