ঢাকাসোমবার , ২ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে বসন্তের বাতাসে আমের মুকুলের ঘ্রাাণ

দৈনিক আমার হবিগঞ্জ
মার্চ ২, ২০২০ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ   হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামগঞ্জের বাতাসে সুবাস ছড়াচ্ছে আমের মুকুল। শীত শেষে প্রকৃতিতে এখন ফাগুন মাস, বসন্তকাল। আম গাছ এখন মুকুলে ভরা। তাই বাতাসে বইছে মুকুলের ঘ্রাণ। উপজেলায় প্রায়ই গাছেই এখন আমের মুকুল। সোনারাঙা সেই মুকুল সুবাস ছড়িয়ে দিচ্ছে বাতাসে। কিছুদিনের মধ্যে প্রতিটি গাছ ভরে যাবে গুটি আমে। মৌমাছি ব্যস্ত মধু সংগ্রহে। ফাগুনের ছোঁয়ায় পলাশ, শিমুল বনে লাল রঙের ছোঁয়া লেগেছে।

রঙিন ফুলের সমারোহে প্রকৃতি যেন সেজেছে বর্ণিল সাজে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায়ই গাছেই আমের মুকুল এসেছে। কিছু দিনের মধ্যে গুটি বা ছোট আম চলে আসবে।কিন্তু এবার বেশি আম গাছেই মুকুল দেখা যায়।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সাথে কথা বললে তারা বলেন, অন্য বছরের তুলনায় এই বছর আমের মকুল বেশি দেখা যাচ্ছে।

 

এব্যাপারে নবীগঞ্জ কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম জানান, আম গাছ পরিচর্য়া ও মুকুলে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে ওষুধ ও স্প্রে ব্যবহারের পরামর্শ এবং আমচাষিদের উন্নত আমচাষ ও আমবাগান তৈরীর পরামর্শ দিবেন তিনি।

Developed By The IT-Zone