ঢাকাশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দৈনিক আমার হবিগঞ্জ
ফেব্রুয়ারি ২১, ২০২০ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধি :  নবীগঞ্জে মহান ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বৃহস্পতিবার রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, নবীগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষে পুস্পমাল্য অর্পন করা হয়েছে।

রাত ১২.০১ মিনিটে প্রথমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম এবং উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ওসি মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল ও সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, প্রেস ক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া’র নেতৃত্বে প্রেস ক্লাব, প্রধান শিক্ষক সমিতি, বিএনপি ও সহযোগি সংগঠন, রোটারী ক্লাব, আনন্দ নিকেতন, নবীগঞ্জ ডিগ্রী কলেজ, কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন।

Developed By The IT-Zone