ঢাকাশুক্রবার , ১১ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার লিলু গ্রেফতার

দৈনিক আমার হবিগঞ্জ
জুন ১১, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ  :  নবীগঞ্জে পুলিশ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে আন্তঃজেলার ডাকাত দলের সর্দার সেলিম ওরফে লিলু (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব-৯। বৃহস্পতিবার (১০জুন) রাতে তার নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় ।

 

 

ছবি : নবীগঞ্জে আন্তঃজেলার ডাকাত সর্দার লিলু গ্রেফতার

 

 

 

জানা যায়,নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের চাঁদ উল্লার পুত্র সেলিম ওরফে লিলু আন্তঃজেলা ডাকাত দলের সর্দার।লিলুর বেশ কয়েকটি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম ও র‍্যাব-৯ এ এস আই হান্নানের নেতৃত্বে একদল ফোর্স বনগাঁও থেকে তাকে গ্রেফতার করেন। র‍্যাব-৯ ধৃত লিলুকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

শুক্রবার সকালে গ্রেফতার কৃত ডাকাত সেলিম ওরফে লিলুকে হবিগঞ্জ কোর্ট প্রেরণ করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।

Developed By The IT-Zone