ঢাকাসোমবার , ২৩ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে অসহায়দের মাঝে চাল বিতরণ করলেন এমপি মিলাদ গাজী

দৈনিক আমার হবিগঞ্জ
আগস্ট ২৩, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ তাজুল ইসলাম,নবীগঞ্জ থেকে ॥  নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ভিজিএফ কার্ডধারী অসহায় হত দারিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩আগস্ট) দুপুরে নবীগঞ্জ পৌরসভার প্রাঙ্গনে বিনামূল্যে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির আওতায় পৌর এলাকার ২ হাজার ২শ জনের মাঝে চাল বিতরন করা হয়।

ছবি : নবীগঞ্জে অসহায়দের মাঝে চাল বিতরণ করলেন এমপি মিলাদ গাজী

উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
এসময়  অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র জায়েদ চৌধুরী, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলালসহ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Developed By The IT-Zone