ঢাকাসোমবার , ৯ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে অপহরণ মামলার পলাতক আসামিসহ গ্রেফতার ২

নবীগঞ্জ প্রতিনিধি
মে ৯, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপহরণ মামলার পলাতক আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (০৮ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদের দিকনির্দেশনায় এসআই মোঃ মোস্তাফিজুর রহমান ও এসআই দূর্গা কুমার দেব এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

অপহরণ মামলার পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের মোঃ সাব উদ্দিনের পুত্র মোঃ তারেক মিয়া (১৯), ও মাদক মামলার পলাতক আসামী হলো, জগন্নাথপুর ভূমিহীনপাড়া গ্রামের মৃত শুধাংশু দাশের পুত্র সূচন ওরপে সুজন দাশ (৫০), কে গ্রেফতার করা হয়।

তারেক মিয়ার বিরুদ্ধে মেয়ের মা শিরিয়া বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করে নবীগঞ্জ থানা পুলিশ।জিআর-২০২/১৭ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মাদক ব্যবসায়ী জগন্নাথপুর ভূমিহীনপারা গ্রামের মৃত শুধাংশু দাশের পুত্র সূচন ওরপে সুজন দাশকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামিদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Developed By The IT-Zone