ঢাকারবিবার , ২০ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক “আমার হবিগঞ্জ” পত্রিকা ছিলো, আছে এবং থাকবে

দৈনিক আমার হবিগঞ্জ
জুন ২০, ২০২১ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সুশান্ত দাস গুপ্ত :  শুভাকাঙ্ক্ষীদের কাছ প্রতিনিয়ত শুনছি, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা কি আবু জাহির ও তার লোকেরা বন্ধ করে দিবে? আলাদা আলাদা উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। তাই পোস্ট আকারেই এর উত্তর দিচ্ছি যাতে আর এই প্রশ্ন কেউ না করে।
ছাপাখানা প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩-এ সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করার যেসব শর্ত আছে, সেগুলোর কোনোটাই সাংবাদিকতার সঙ্গে সম্পর্কিত নয়।
যেমন কোনো সংবাদপত্রের মালিক, মুদ্রাকর কিংবা মালিক বা প্রকাশক একটা সময়ে আর বাংলাদেশের নাগরিক না থাকেন; তিনি বা তাঁরা যদি নৈতিক চরিত্রহীনতা-সংক্রান্ত কোনো অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকেন; মুদ্রাকর বা প্রকাশক যদি আদালতের দৃষ্টিতে উন্মাদ বা অপ্রকৃতিস্থ প্রমাণিত হন; মালিক বা প্রকাশকের সংবাদপত্রটি নিয়মিতভাবে প্রকাশ করার জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য না থাকে। কোনো সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল হতে পারে আরও একটা কারণে: সেই সংবাদপত্র দৈনিক হলে টানা তিন মাস, সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক হলে টানা ছয় মাস যদি প্রকাশিত না হয়।
ছাপাখানার লাইসেন্স বাতিল করার বিধান আছে এবং কোনো সংবাদপত্রের ছাপাখানার লাইসেন্স বাতিল হলে সেটার প্রকাশনা বন্ধ হতে পারে, কিন্তু খোদ সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ করার সুযোগ এ দেশের কোনো আইনেই নেই।
এমনকি কোনো সংবাদপত্র যদি মিথ্যা, ভিত্তিহীন কোনো খবর প্রকাশ করে, কোনো কিছু প্রকাশের মাধ্যমে কারও মানহানি ঘটায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ ঘটায়, তাহলে ওই সংবাদপত্রের ওই সংখ্যাটির সব কপি বাজেয়াপ্ত ঘোষণা ও বিপণন বন্ধ করার আইন আছে। কিন্তু ওই সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করার আইন পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নেই।
আমাদের দেশেও এমন কোনো আইন নেই, যার বলে কোনো কিছু প্রকাশের কারণে কোনো সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করা যায়। ১ দিনের জন্যও কোনো সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করা যায় না।
মোদ্দা কথা হলো, আমি বাংলাদেশের নাগরিক। আমার পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে। আমি কোন ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত ও না। পত্রিকা প্রকাশিত করার মতো অর্থও আমার আছে। আর আমি পাগলও হইনাই। কাজেই দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা ছিলো, আছে এবং থাকবে।
লেখক : প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক দৈনিক “আমার হবিগঞ্জ”

Developed By The IT-Zone