‘বাহুবলের ইটভাটায় পুড়ছে কাঠ, ঝুঁকিতে পরিবেশ’ এই শিরোনামে গত ১৫ ফেব্রুয়ারি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রথম পাতায় প্রধান এই সংবাদটি প্রকাশিত হয়। এ সংবাদটি প্রকাশের পর হবিগঞ্জের বিশেষ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের দৃষ্টিগোচর হয়।
আদালত বিষয়টিকে গুরুত্ব সহকারে আমলে নিয়ে হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকে স্বয়ং সরজমিন তদন্তপূর্বক ৩০ মার্চের ভেতর বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। তদন্তকালে অপরাধ উদ্ঘাটন হলে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ ) আইন, ২০১৩” ও পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী নিয়মিত মামলা রুজুর নির্দেশ প্রদান করেন আদালত।
এছাড়া তদন্তে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও সংবাদের প্রতিবেদককে আদেশ প্রদান করেন। এ সংক্রান্ত মামলায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা ঐদিনের মূল কপি সংযুক্ত করতেও আদেশে নির্দেশনা প্রদান করা হয়।
সংবাদ বিশ্লেষণ করে আদালত অভিমত প্রদান করেন যে, বাহুবল উপজেলায় প্রকাশ্যে বনের কাঠ সংগ্রহপূর্বক প্রচলিত আইন অমান্য করে কাঠ পুড়িয়ে কতিপয় ইটভাটায় ইট তৈরী করা হচ্ছে। যা “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ ) আইন , ২০১৩” এর ধারা ৬ ও ৭ এর লংঘনজনিত অপরাধ ও ধারা ১৬ ও ১৭ অনুযায়ী বিচার্য্য মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয়।
এমতাবস্থায় উক্ত ঘটনা জনস্বার্থে ও পরিবেশ দূষনমুক্ত রাখার উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাধীন সংবাদে বর্ণিত ইটভাটা সহ অন্যান্য সকল ইটভাটার বিষয়ে সরজমিন তদন্ত করে অপরাধ উঘাটন, আসামীদর চিহ্নিতকরণ এবং উল্লখিত ধারায় অপরাধ ছাড়াও বিধি মোতাবেক ইটভাটা স্থাপন করা হয়েছে কিনা, লাইসেন্স আছে কিনা এবং লাইসেন্সের মেয়াদ আছ কিনা তা বিস্তারিত তদন্ত করার প্রয়াজনীয়তা আছে মর্মে প্রতীয়মান হয়।
এর আগে সংবাদ প্রকাশিত হয় যে, হবিগঞ্জের কয়কেটি ইটভাটায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত মুনাফার লোভে কয়লার পাশাপাশি ইট পোড়াতে কাঠ (খড়ি ) জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে । প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা না করে ইটভাটায় গাছের গুড়ি পোড়ানোয় বিষাক্ত কালো ধোঁয়া ও র্বজ্যে বিপন্ন হচ্ছে জীববৈচিত্র ও পরিবেশ। হুমকির মুখে পড়ছেে ভাটা সংলগ্ন নদী, শহরাঞ্চল গ্রামীণ জনপদের জনস্বাস্থ্য।
সরেজমিনে ঘুরে দেখা যায় , বাহুবল উপজলোর মিরপুর ইউনিয়নের বশিনা , র্পূব জয়পুরসহ ঐ ইউনিয়নের সুজাত, নিউ সুজাতসহ আরও ১০ টি ইটভাটায় এক রকম খোলামেলাভাবেই কয়লার পাশাপাশি জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ (খড়ি)।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ ) আইন , ২০১৩ অনুযায়ী, হাইব্রিড হফম্যান , জিগজ্যাগ ও ভার্টিক্যাল শ্যাফট কিলন পদ্ধতির চিমনি বা পরিক্ষিত নতুন প্রযুক্তির পরিবেশেবান্ধব ইটভাটা স্থাপন করতে হবে। এ ছাড়া ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করলে তিন বছরেরে কারাদণ্ড এবং অনধিক তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।