স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পইল ইউনিয়ন পরিষদ মাঠে পশ্চিমপাড়া এফসি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২১-২২ইং শুরু হয়েছে ।
মিনিবার ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে হবিগঞ্জ থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা ।
রবিবার ১৬ জানুয়ারী রাত ৮ ঘটিকায় উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন,৪ নং পইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ।
সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী হাজ্বী আম্বর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ মর্তুজ আলী,বিশিষ্ট মুরুব্বী মোঃ শওকত মিয়া, ফাইভ স্টার ফ্রেন্ডস গ্রুপ উপস্থিত ছিলেন আব্দুর রহিম, শফিকুল ইসলাম,গনিত ক্লাব এর সভাপতি চন্দন, মনি পাল, মোঃ দুলন আহমেদ, লন্ডন প্রবাসীএছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
আয়োজক কমিটির পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো পইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা জানানো হয় ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম জাহান। উদ্বোধনী দিনে মোট দুইটি খেলা অনুষ্ঠিত হয়