ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ খাদ্য গুদামের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

আতাউর রহমান ইমরান
সেপ্টেম্বর ৬, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় হবিগঞ্জ সদর খাদ্য গূদামের ওসিএলএসডি কিয়াম উদ্দিন ও জননী অটো রাইস মিলের রাসেলের যোগসাজসে খাদ্য গুদামে চাল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতি শিরোনামে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৫সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রু মারমা জানান, বিষয়টি তদন্তের জন্য হবিগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল আলম সিদ্দিকীকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে।

তবে এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল আলম সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে এখনো জানেন না বলে জানান। বিষয়টি সম্পর্কে অবগত হয়ে জানাবেন বলেন তিনি। তবে পরবর্তীতে তার মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

উল্লেখ্য, এর আগে সংবাদ প্রকাশিত হয় যে, হবিগঞ্জ সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কিয়ামউদ্দিন ও মেসার্স জননী অটো রাইস মিলের ফজলে রাব্বি রাসেলের যোগসাজসে হবিগঞ্জ সদর খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আতপ চাল সংগ্রহ কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া গিয়েছে।

খাদ্য গুদামের ওসিএলএসডি কিয়াম উদ্দিন চাল সংগ্রহ করার আগেই সংগ্রহ করা হয়েছে বলে কাগজপত্রে মিথ্যা তথ্য নথিভূক্ত করে সরকারি টাকা আত্মসাতের ব্যবস্থা করেন।

অনুসন্ধানে জানা যায়, চলতি অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২২ মৌসুমে জননী অটো রাইস মিলের আবেদনের প্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয় থেকে অতিরিক্ত ১২৬২ মেট্রিক টন আতপ চাল ৩৯ টাকা কেজি দরে সরবরাহের অনুমতিপত্র প্রদান করা হয়।

গত ২ আগস্ট মন্ত্রণালয় থেকে প্রেরিত অনুমতিপত্রে চাল সরবরাহের জন্য ৩১ আগস্ট পর্যন্ত সর্বশেষ সময় বেঁধে দেয়া হয়। অনুমতি পত্র প্রদান করার তারিখ হতে ১৫ দিনের ভেতরে সম্পূর্ণ চাল সরবরাহ করার নির্দেশনা থাকলেও এ নির্দেশনা অমান্য করে ৪ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত হবিগঞ্জ সদর খাদ্য গুদামের ভেতরে চাল সরবরাহ করা হচ্ছে বলে সরেজমিনে দেখা যায়।

সূত্রে জানা যায়, খাদ্য বান্ধব কর্মসূচি এবং ওএমএস এর সরকারি চাল বিক্রয়ের কার্যক্রম সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে বিধায় মিল মালিকদের নিকট থেকে এর আগেই চাল সংগ্রহ সমাপ্ত করেছে সরকার। কারণ এ সময়ে মিল মালিকদের নিকট থেকে খাদ্য গুদামে চাল সংগ্রহ অব্যাহত থাকলে খাদ্য বান্ধব কর্মসূচি ও ওএমএস এর পুরানো চাল অসাধু উপায়ে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে স্বল্প মূল্যে সংগ্রহ করে মিল মালিকরা ৩৯ টাকা কেজিতে নতুন চালের দামে খাদ্য গুদামে সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করতে পারেন বলে আশংকা
রয়েছে।

সূত্র জানায়, হবিগঞ্জ সদর খাদ্য গুদামে চাল সরবরাহে এ ধরনের বিষয় তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসতে পারে।এ ব্যাপারে হবিগঞ্জ সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কিয়াম উদ্দিনকে জিজ্ঞেস করা হলে তিনি নির্ধারিত তারিখের পরেও চাল নেয়ার বিষয়টি স্বীকার করেন।

এ সময় তিনি জানান, জননী অটো রাইস মিলের মোট ২৫৬ টন আতপ চাল এখনো সংগ্রহের বাকি রয়ে গিয়েছে। জননী অটো রাইস মিল থেকে ৪ সেপ্টেম্বর সংগ্রহ করা চাল ৩১ আগস্ট এর ভেতরেই সংগ্রহ করা হয়ে গিয়েছে বলে কাগজপত্রে দেখিয়েছেন বলেও জানান তিনি। এ বিষয়ে জননী অটো রাইস মিলের ফজলে রাব্বী রাসেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রু মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ৩১ আগস্ট এর পর মিল মালিকদের নিকট থেকে খাদ্য গুদামে চাল নেয়ার সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

Developed By The IT-Zone