লাখাইয়ে পল্লী বিদ্যুৎ এর ঝুঁকিপুর্ণ খুঁটি অপসারন করে নতুন খুঁটি স্থাপনের কাজ শুরু করছে লাখাই পল্লী বিদ্যুৎ জোনাল অফিস। এই ঝুঁকি পুর্ণ খুঁটি অপসারন নিয়ে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের পর এই খুঁটি স্থাপনের কাজ শুরু করছে লাখাই জোনাল অফিসের অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান।
এ ব্যাপারে লাখাই পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজি এম মোঃ শরীফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের পর আমরা সরেজমিনে খোঁজ নিয়ে দেখেছি যে এই খুঁটি গুলি ঝুঁকিপুর্ণ ,তাই জনস্বার্থে ও জন কল্যানের স্বার্থে আমরা সর্বদা কাজ করে করছি এবং পরবর্তীতে ও জনসেবায় কাজ করে যাব।
তিনি আরো বলেন, আমরা সব সময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে থাকি। এ ব্যাপারে স্থানীয় লোক জনের সাথে আলাপা কালে তারা জানান এই খুঁটি গুলি ঝুঁকি মুক্ত কার্যক্রম অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। আমরা লাখাই পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি সাধুবাদ জানাই।