ঢাকামঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর দখলমুক্ত হল মাধবপুরের যাত্রী ছাউনী

দৈনিক আমার হবিগঞ্জ
সেপ্টেম্বর ৭, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

লিটন বিন ইসলাম, মাধবপুর প্রতিনিধিঃ  নানান রঙের বাহারী ডিজাইনের কাঠের আসবাবপত্র দিয়ে স্থানীয় অনেকজন কাঠ ব্যবসায়ীরা এমন ভাবে সাজিয়ে রেখে ছিল মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের শাহপুরের যাত্রী ছাউনী।  দূর থেকে দেখলে অনেকের মনে করত এটি যাত্রী ছাউনি না যেন কোনো ফার্নিচার এর দোকান বা শোরুম।

ছবি : নিচের ছবিটি সংবাদ প্রকাশের আগে আর উপরের ছবিটি সংবাদ প্রকাশের পর যাত্রী ছাউনীর অবস্থা।

এমন দৃশ্য  চোখে পড়ে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার মাধবপুর সংবাদদাতা’র গত ২৪ আগস্ট  দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় ১ম পাতায় ছাপানো সংবাদ নজরে আসে অনেকের। অবশেষে কাঠ ব্যাবসায়ীরা নিজেদের ইচ্ছায় ই সেই ছাউনী মুক্ত করে দেন।

Developed By The IT-Zone