সোমবার (১৯ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করেন।

ছবি : দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বিআরটিসি বাস
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দরগাহ গেইটে কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটি ভেঙ্গে দোকানের উপরে উঠে যায়। এসময় বাসে থাকা যাত্রীরা স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় বাস থেকে বের হতে সক্ষম হন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলার হাসপাতালে পেরণ করেছেন। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা।
মাধবপুরের ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায় । ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বাসের ভিতরে তল্লাশী করা হয়েছে। কোনও যাত্রী পাওয়া যায়নি। তবে বাসের নিচে কেউ আছে কি না বাসটি উদ্ধারের পর জানা যাবে।