দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে (বিশেষ করে ভোজ্য তেল ও পেঁয়াজ এর বিষয়ে নবীগঞ্জ পৌর শহরে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানের সময় প্যাকেটে উল্লিখিত মূল্যের চাইতে বেশি মূল্য নিবেন না মর্মে অঙ্গীকার করেন বিভিন্ন ব্যবসায়ী। রবিবার (৬মার্চ) বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নতুন করে ট্যাগ লাগিয়ে মূল্য বৃদ্ধির খবর পাওয়া গেলে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোথাও এমন ঘটনা ঘটে থাকলে প্রশাসনকে জানানোর আহ্বান করেন তিনি। নবীগঞ্জের প্রত্যেক বাজারেই এ অভিযান চলবে বলেও জানান ইউ্এনও শেখ মহি উদ্দিন ।