ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ করলেন ইশরাত জাহান

এম এ রাজা
জানুয়ারি ২৫, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় আয়োজিত সারা দেশের জেলা প্রশাসকদের নিয়ে জেলা প্রশাসক সম্মেলন ২০২৩ এ অংশগ্রহণ করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।

জেলা প্রশাসক সম্মেলন ২০২৩ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মঙ্গলবার ২৪ শে জানুয়ারি থেকে শাপলা হল প্রধানমন্ত্রী কার্যালয়ে তিন দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে।

প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন এবং বিভিন্ন জেলা সাথে মত বিনিময় করেন। বিশেষ করে করোনাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিহীন পুনর্বাসনে জেলা প্রশাসকদের ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ প্রদান করেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জেলা প্রশাসকদের ২৫টি সানুগ্রহ নির্দেশনা প্রদান করেন।

 

Developed By The IT-Zone