ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন পেলেন চেয়ারম্যান প্রার্থী শিবলী খায়ের

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় সমর্থন পেয়েছেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুব সংহতির সদস্য এবং হবিগঞ্জ জেলা যুব সংহতির আহ্বায়ক এডভোকেট শিবলী খায়ের।

শনিবার (১৭সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ সময়র্থন দেয়া হয়।

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব জালাল উদ্দিন খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় আহ্বায়ক কাজল আহ্বায়ক কাজল আহমদ, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গাজী মিসবাহ উদ্দিন, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক তাজ উদ্দিন বাবুল, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সালাম, জাতীয় সৈনিক পার্টির হবিগঞ্জ জেলার সভাপতি আবু তালেব, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকছুদউজ্জামান খান, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ দুদু মিয়া, লাখাই উপজেলা জাতীয় আহ্বায়ক হাজী নোমান মোল্লা, হবিগঞ্জ পৌর জাতীয় সদস্য সচিব প্রভাষক লুৎফর রহমান, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক মহিদ আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়া, মাধবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফকির কাউছার, শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া প্রমুখ।

দীর্ঘ আলোচনা সভায় বক্তারা ক্লিন ইমেজখ্যাত হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট শিবলী খায়েরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নির্বাচিত করার আশ্বাস প্রদান করেন।

 

Developed By The IT-Zone