স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা তথ্য অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি হবিগঞ্জ সার্কিট হাউজ আসেন।

ছবি : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী
পরবর্তীতে মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার জেলা তথ্য অফিসে আসলে এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী এবং সংশ্লিষ্ট অফিসের কর্মচারীবৃন্দ।
মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার তথ্য অফিস পরিদর্শনের সময় বিভিন্ন দাপ্তরিক বিষয় নিয়ে আলোচনা ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।