ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সম্পদ চামড়া রক্ষায় হবিগঞ্জে জেলা প্রশাসন কর্তৃক মনিটরিং সেল কমিটি গঠন

অনলাইন এডিটর
জুলাই ৩০, ২০২০ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

এফ এম খন্দকার মায়া ।। জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা এই লক্ষ্য কে সামনে রেখে জাতীয় সম্পদ চামড়া রক্ষায় হবিগঞ্জে জেলা প্রশাসনের মনিটরিং সেল আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসন কর্তৃক পেরিত বার্তায় এই সিদ্ধান্ত গন মাধ্যমে প্রকাশ করা হয়।

 

ছবি: হবিগঞ্জে জেলা প্রশাসন কর্তৃক মনিটরিং সেল কমিটির কাগজ

 

 

জানা যায়, আসছে পবিত্র ইদ-উল-আযহা উপলক্ষে সারা দেশে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মুসলিম উম্মাগন যুগযুগ ধরে কোরবানি দিয়ে আসছে। আর এই কোরবানি পশুর চামড়া আমাদের দেশে জাতীয় সম্পদ হিসাবে খ্যাতি অর্জন করেছে।তাই এই জাতীয় সম্পদ চামড়া রক্ষায় “জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা” এই লক্ষ কে সামনে রেখে জেলা প্রশাসন একটি মনিটরিং সেল খোলা হয়েছে। এই মনিটরিং সেল আহবায়ক কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বীজেন ব্যানার্জী কে আহবায়ক ও জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রকাশ রঞ্জন বিশ্বাস,ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি মোহাম্মদ জাহিরুল ইসলাম,বিসিক এর প্রতিনিধি মোহাম্মদ মুজিবুর রহমান কে সদস্য ও সহকারী কমিশনার শাহ জহুরুল হোসেন এনডিসি কে সদস্য সচিব করে ৫ জন বিশিষ্ট কমিটি গঠন করেন।

এ বিষয়ে জেলা প্রশাসন পেরিত বার্তায় বলা হয় যেকোনো পরিস্থিতিতে কোরবানির দিন এই সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা ও কাঁচা চামড়া বিক্রয় সংরক্ষণে প্রয়োজনীয় পরামর্শ নেয়ার অনুরোধ প্রদান করা হলো।

Developed By The IT-Zone