হবিগঞ্জ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবিশন সেন্টার নির্মাণের জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নিকট ৭.১২ একর খাসজমি হস্তান্তর করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
সোমবার ( ৪ জুলাই ) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নিকট খাসজমি হস্তান্তর করেন জেলা প্রশাসক।
হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর মৌজায় স্থাপিত হবে দৃষ্টিনন্দন ভবন। এর মাধ্যমে হবিগঞ্জ জেলায় তথ্যপ্রযুক্তি বিপ্লবের এক নতুন দ্বার উন্মোচিত হলো।
গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এনিমেশন, ডিজিটাল মার্কেটিংসহ প্রযুক্তি নির্ভর উন্নতমানের প্রশিক্ষণ প্রদান করা হবে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবিশন সেন্টারে।
প্রযুক্তিখাতে ইন্ডাস্ট্রি ও একাডেমিক ক্ষেত্রের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে এটি উদ্যোক্তা ও দক্ষ যুবশক্তি নির্মাণে বৈপ্লবিক ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।