ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমদাদুল হোসেন খান
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৩ ফেব্রুয়ারী) চুনারুঘাট উপজেলার চাঁন্দপুর চা-বাগান ও বেগমখান চা-বাগানে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওইদিন সকাল ১১টায় চাঁন্দপুর চা-বাগান উচ্চ বিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি লুৎফুন নাহার মিলির সভাপতিত্বে কর্মশালার কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অনিক রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে চা-বাগানের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এতে হবিগঞ্জ জেলা সংসদের নেতাকর্মীরা এবং লস্করপুর ভ্যালি আঞ্চলিক কমিটির নেতাকর্মীরা বক্তব্য দেন।

প্রশিক্ষণ কর্মশালার প্রথম সেশনের প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অনিক রায়। পরবর্তীতে প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় সেশন বেগমখান চা-বাগানের নাচ ঘরে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় সেশনে প্রশিক্ষণ দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এস এম শুভ। সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের বিভিন্ন ইউনিটের সকল নেতাকর্মীগণ প্রশিক্ষণ নেন।

Developed By The IT-Zone