এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় যানজট নিরসনে পৌর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
গতকাল রবিবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতা করে চুনারুঘাট থানার পুলিশের একটি দল। চুনারুঘাট মধ্য বাজার, উত্তর বাজারের রাস্তার দুইপাশে যত্রতত্র সিএনজি, টমটম, অটোরিক্সাসহ বিভিন্ন যাত্রীবাহী গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করার অপরাধে ৭টি গাড়িকে সড়ক পরিবহন আইন-২০১৮ এ ৩ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান হয়েছে।
এ সময় উপজেলা প্রশাসন চুনারুঘাটের পক্ষ থেকে সবাইকে নির্ধারিত স্থানে যাত্রীবাহী গাড়ি পার্কিং করে শহরকে যানজটমুক্ত রাখার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।