মোহাম্মদ হুমায়ূন, চুনারুঘাটঃ চুনারুঘাট উপজেলা পরিষদের (২০২০- ২০২১) অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ অডিটোরিয়াম।
সোমবার (১ জুন) বেলা ১.০০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাসের সভাপতিত্বে উক্ত বাজেট সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা এলজিইডি প্রকৌশলী মিশুক কুমার দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাস্টার, রজব আলী, শামছুন্নার চৌধুরী , রমিজ উদ্দিন, কাউছার বাহার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম,সহ সভাপতি জাহাংগীর আলম প্রমুখ।
পরিশেষে বাজেট আলোচনা সভায় ২০২০-২০২১ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয় ৭ কোটি টাকা।