ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে শানখলা ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসনের অভিযান

অনলাইন এডিটর
সেপ্টেম্বর ১, ২০২০ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি: অভিযানে বালু উত্তোলনের মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস এবং প্রায় ১০০ ফিট পাইপ বিনষ্ট করা হয়।

 

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল অভিযান পরিচালনা করেন।

জানা যায়, চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের অন্তর্গত মহিমাউড়া মৌজায় অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। তথ্য পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। অভিযান কালে বালু উত্তোলনের এর সাথে জড়িত একটি মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং প্রায় ১০০ ফিট পাইপ বিনষ্ট করা হয়।

এ সময়ে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ কঠোর হুশিয়ারি দেন। এবং এই সকল অপরাধ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Developed By The IT-Zone