ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ভয়াল ২১’আগস্টে নিহত শহিদদের স্মরণে আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

অনলাইন এডিটর
আগস্ট ২২, ২০২০ ৪:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি: ২১ আগস্ট নিহত শহীদ স্মরণে আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।

 

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ভয়াল ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ আগষ্ট) সন্ধ্যা ৭টায় অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু এর সভাপতিত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের ও আব্দুস সামাদ মাষ্টার এর সঞ্চালনায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, ২০০৪ সালের ২১ আগষ্টে বি এন পি জামাত জোট সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রানে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা করে। সেই গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপ্রতি জিল্লুর রহমান এর সহধর্মিণী আইভি রহমান সহ শত শত কর্মী সাধারণ জনগণ মারা যায়।আহত হয় হাজার হাজারো নেতৃবৃন্দ। সেই সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে আজ চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন সবাই।

এ সময়ে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক বাবু সজল দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি তাহের মহালদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল আলম রুবেল, উপজেলা তাঁতিলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, সাবেক ছাত্রনেতা মোক্তাদির চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইফতেখার আলম রিপন, যুগ্ম আহবায়ক ফুলমিয়া খন্দকার মায়া প্রমুখ।

Developed By The IT-Zone