ঢাকাশনিবার , ৬ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ

দৈনিক আমার হবিগঞ্জ
জুন ৬, ২০২০ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

এফ এম খন্দকার মায়া ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা ভূমি অফিস এবং উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টা, লেবু, জাম, পেয়ারা সহ বেশ কিছু ফলের চারা রোপন করা হয়েছে।
এই বৃক্ষরোপন কার্যক্রমে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  সত্যজিত রায় দাশ।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল সরকার এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাশ জানান বর্ষার মৌসুম বৃক্ষরোপণের জন্য উপযুক্ত সময় তাই মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছার বাস্তবায়ন করতে সকলকে নিজ নিজ পতিত জমিতে বৃক্ষরোপণ করুন। এ ছাড়াও কৃষিকাজ করতে উপজেলা প্রশাসন অনুরোধ জানান।
তিনি আরও বলেন এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রাপ্তির জন্য উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল সরকার এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Developed By The IT-Zone