হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পৌরসভা কর্তৃপক্ষের প্রস্তাবিত লেক পুরাতন খোয়াই নদীর ব্রিজ অস্তিত্ব সংকটে পরে যাচ্ছে।
বিগত ২২ সেপ্টেম্বর ২০২০ সাবেক উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাশ,পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন মন্ত্রণালয়ের উপ-পরিচালক (অর্থ) হাজেরা খাতুনেরসহ ট্যুরিজম বোর্ডের নেতৃবৃন্দ পরিদর্শনেই ফাইলবন্দি হয়ে থমকে আছে কার্যক্রম। ফলে শহরের বর্জ্য স্তুপে ও দখলদারত্বের কবলে অস্তিত্বহীন হয়ে যাচ্ছে নদী ও কোটি টাকার দুটি পাঁকা দুটি ব্রিজ।
জানা যায়, পৌরসভা প্রতিষ্টার পর থেকেই এমন স্বপ্নে বিভোর ছিলেন পৌরবাসী।শুরুতে না হলেও বিভিন্ন পত্রিকায় লেখনির পরে শুরু হলো চুনারুঘাটবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি সৌন্দর্যবর্ধনে পুরাতন খোয়াই (মরা খোয়াই) নদীতে লেক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কাজ।
কি কি কাজ বাস্তবায়ন হবে তাহার একটি আলোচনা ও পরিকল্পনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন মন্ত্রণালয়ের উপ-পরিচালক (অর্থ) হাজেরা খাতুনের নিকট উক্ত লেক নির্মাণের পরিকল্পনা বুঝিয়ে দিয়েছেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু।
উল্লেখ্য,উন্নয়নের স্বপ্নে বিভোর পৌরবাসীর ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র নির্বাচিত করলেও অজানা কারনেই থমকে আছে কার্যক্রম।
এ বিষয় জানতে চাইলে পৌর প্রকৌশলী আবু ওবায়েদ জানান,পৌর কর্তৃপক্ষের পরিকল্পনা এখনো আছে। কিন্তু পরিকল্পিত অর্থের ২৫ লক্ষ টাকা বরাদ্দ উপজেলা পরিষদের ফান্ডে। যা হয়তো অন্য খাতে ব্যয় করা হয়েছে।
এবিষয়ে পৌর মেয়র সাইফুল আলম রুবেলের সাথে যোগাযোগ করতে না পারায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।