হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পানছড়ি আশ্রায়ন কেন্দ্র এলাকায় রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (১১ মার্চ) আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ ডাক্তার রমিজ আলীসহ একাধিক চিকিৎসকের সহযোগিতায় উক্ত ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সভাপতি তাহমিনা বেগম গিনি,সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক জাহেদুল ইসলাম সমাজসেবা কার্যালয়ের উপ সহকারী পরিচালক জালাল উদ্দীন।
উপজেলার ৫নং শানখলা ইউনিয়নে পানছড়ি আশ্রয়ন কেন্দ্র ও আশেপাশের এলাকায় রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর পক্ষ থেকে অসহায় ও চিকিৎসা সেবা বঞ্চিত শিশু কিশোর সহ বয়োজ্যেষ্ঠদের দিনব্যাপী উক্ত সেবা প্রদান করা হয়েছে।
এ ক্লাবের পক্ষ থেকে নিয়মিত এমন ব্যতিক্রম কাজ করা হয়ে থাকে। দিনব্যাপী প্রায় ৮শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের নেতৃবৃন্দ ও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি,স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান প্রমুখ।