ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে গাজী কালু ওরসের জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক

জালাল উদ্দিন লস্কর
ফেব্রুয়ারি ২, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

চুরারুঘাটের পাঁচগাতিয়ায় গাজীকালুর ওরসে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় নগদ টাকা,জুয়া খেলায় ব্যবহৃত নানা সরঞ্জাম ও ৬ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেটও জব্দ করা হয়।

বুধবার (২ফেব্রুয়ারী) রাত দেড়টার দিকে চুনারুঘাট উপজেলার রাণীগাও ইউনিয়নের পাঁচগাতিয়ায় গাজী কালুর ওরস চলাকালে গোয়েন্দা পুলিশ গোপন সূত্রে জানতে পারে সেখানে জুয়ার আসর বসেছে। পরে অভিযান চালিয়ে ফজলু মিয়া,পরশ আলী,জামাল মিয়া,লিয়াকত আলূ ও নুর ইসলাম নামের ৫ জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ।

এ সময় তাদের দখলে থাকা ২ হাজার ১শ টাকা, জুযার সরঞ্জাম ও ৬ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট জব্দ করা হয়। আটককৃতরা চুনারুঘাট উপজেলার স্বর্নরেখ,নরপতি,মিরাশী,পাঁচগাতিয়া ও কালাপুর গ্রামের বাসিন্দা।

অভিযানে নেতৃত্বদানকারী কর্মকতা এসআই সোহেল রানা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় জুয়া আইনের সংস্লিষ্ট ধারায় মামলা রুজু করেছেন বলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ শফিকুল ইসলাম আমার হবিগঞ্জকে নিশ্চিত করেছেন।

Developed By The IT-Zone