ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

এফ এম খন্দকার মায়া
জানুয়ারি ২৫, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের স্বাবলম্বী করতে সেলাই বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন হল রুমে উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর। উপস্থিত ছিলেন প্রশিক্ষক রাজীব ও সুলতানা খানম।

উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) িএর সহায়তায় এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের সাবলম্ভী করতে হাতে কলমে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই প্রশিক্ষণ গ্রহন করার মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে।

এসময় উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীগণ।

Developed By The IT-Zone