শুভ মিয়া , চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর ও কৃষক-কৃষানী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে বিকেলে ২২ লক্ষ টাকা মূল্যের কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) কৃষকের মাঝে অর্ধেক মূল্যে বিতরণ করা হয়।
রবিবার (৩১মে) সকাল ১০ টায় চুনারুঘাট উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ,উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নুরুল ইসলাম খান, কাজী মাহমুদুল হক সুজন।
উল্লেখ্য, উপজেলার ৬০ জন কৃষক কৃষানীকে প্রশিক্ষণ দেয়া হয়। পরে তাদেরকে সার্টিফিকেট সম্মানিসহ গাছের চারা বিতরণ করা হয়।
বিকেলে প্রধান অতিথি উপজেলার উবাহাটা গ্রামের কৃষক নুরুল ইসলামকে অর্ধেক মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করেন।