ঢাকাসোমবার , ৩০ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম ও দূর্নীতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের স্বপ্রণোদিত মামলা

তারেক হাবিব
জানুয়ারি ৩০, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের চিকিৎসা ব্যবস্থায় নানা অনিয়ম ও দূর্নীতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গত ২৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কগনিজেন্স কোর্ট-১ আদালতের বিচারক মোঃ জাকির হোসেন মামলাটি দায়ের করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’কে তদন্ত পূর্বক এজাহার তৈরি করে হবিগঞ্জ সদর থানায় নিয়মতি মামলা দায়ের করার নির্দেশ প্রদান করেছেন।

এর আগে গত ২৬ জানুয়ারী ‘‘হবিগঞ্জে বহাল তবিয়তে ডাক্তার বাণিজ্য’’ ‘‘ ম্যাজিস্ট্রেট দেখে পালালেন চিকিৎসক’’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক আমার হবিগঞ্জ।

পরে সংবাদটি দৃষ্টিগোচর হয় আদালতের। মামলা সুত্রে জানা যায়, ডাক্তার না হয়েও ডাক্তার পদবী এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান না থাকার পরও আইন অমান্য করে চিকিৎসা সেবার নামে মোটা অঙ্কের ফি আদায় করে প্রতারণা করে আসছেন সাধারণ মানুষের সাথে। শুধু তাই নয়, অনেকের অপচিকিৎসায় বা ভুল অপারেশনে রোগী মৃত্যুর ঘটনাও ঘঠেছে।

গত ১১ নভেম্বর হবিগঞ্জ শহরের নতুন বাস স্টান্ড এলাকার ফায়েজ জেনারেল হাসপাতালে পিত্ততলীর অপারেশন করতে গিয়ে আয়লা বেগম (৪০) এর মৃত্যু ঘটে। আয়লা বেগম হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের বগুলাখাল এলাকার ইয়াদ আলীর স্ত্রী। নিহত আয়লা বেগমের কন্যা লুৎফা বেগম জানান, তার মাকে ১১ নভেম্বর পিত্ততলীর অপারেশনের জন্য হবিগঞ্জ শহরের নতুন বাস স্টান্ড এলাকার ফায়েজ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওইদিন বিকেল ৫টায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোস্তাফিজুর রহমান রানা আয়লা বেগমের অপারেশন করেন। পরবর্তীতে রাত সাড়ে রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সময় আয়লা বেগমের স্বজনরা দেখা করতে চাইলেও স্বজনদের সাথে দেখা না করিয়ে দ্রুত গতিতে সিলেট প্রেরন করতে হবে বলে অ্যাম্বুলেন্সে তুলে দেয়া হয়। পরে দেখা যায় তিনি মারা গেছেন তার নাক-মূখ দিয়ে রক্ত রেব হচ্ছে। বিষয়টি নিয়ে রোগীর স্বজনদের মাঝে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

পরে অবস্থা বেগতিক দেখে অপারেশনে নারীর মৃত্যু ঘটনায় ৩ লাখ টাকায় রফাদফা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মকসুদ আলী জয়ধর। এদিকে, ডাক্তার না হয়েও বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে রমরমা বাণিজ্য আসছেন একশ্রেণীর লোক।

কম্পাউন্ডার, হাসপাতালের দালাল, বিক্রয় প্রতিনিধি থেকে অনেকেই চিকিৎসক হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে তাদের অপচিকিৎসায় প্রতিনিয়ত প্রতারিত ও সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ। কেউ আবার পল্লী চিকিৎসক কোর্স সম্পন্ন করে রীতিমত প্রতারণা করে হাতিয়ে নিচ্ছেন মোটা ফি।

আবার কেউ এমবিবিএস পাস করে কিছুদিন প্রাকটিসের পর নামের আগে পরে ব্যবহার করেন ২০টি অভিজ্ঞ ও বিশেষজ্ঞতার তথ্য। দৈনিক আমার হবিগঞ্জের অনুসন্ধানে জানা যায়, সুশীল কুমার মোদক নামে এক ব্যক্তি ডাক্তার না হয়েও মোটা অঙ্কের ফি নিয়ে নিয়মিত রোগী দেখছেন কোর্ট স্টেশন এলাকায় মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে।

এ ছাড়াও শহরের সূর্যমুখী জেনারেল হাসপাতালে মহিউদ্দিন, রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতালে প্রফেসর আব্দুর রহমান, শায়েস্তানগর হাইটাওয়ারে ফিজিওথেরাপিস্ট হাবিবুর রহমানসহ আরও কয়েকজন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ব্যবহার করছেন ডাক্তার পদবী।

বছরের পর বছর তারা বড় বড় সাইনবোর্ড টানিয়ে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। মাঝেমধ্যে প্রশাসন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা চালালেও পুনরায় তারা চিকিৎসা বাণিজ্যে ফিরে যাচ্ছেন।

হবিগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে ছোট ছোট রুম ভাড়া নিয়ে মিনি ক্লিনিক খুলে বসেছেন এদের অনেকেই। একই রুমের একপাশে ডিসপেনসারি এবং অন্যপাশে পর্দাঘেরা অপারেশন কক্ষ।

আবার কোথাও ফাইভ স্টার হোটেলের মত নানা রঙ্গের আলোকসজ্জায় চলে নামধারী চিকিৎসা। অপ্রয়োজনীয় ঔষধ, ইনজকেশন পুশ করে হাতিয়ে নেন টাকা।

Developed By The IT-Zone